Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ডক্টর’স কামাল মেডিকেল সেন্টারকে অর্থদণ্ড
মেডিকেল

কচুয়ায় ডক্টর’স কামাল মেডিকেল সেন্টারকে অর্থদণ্ড

চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৫ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের বাজারে বিভিন্ন ফার্মেসীতে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

এসময় ডক্টর’স কামাল মেডিকেল সেন্টারকে নানা অনিয়মের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামিতে ভোক্তা অধিকার আইনের সকল বিধিমালা মেনে চলার কঠোর আইনগত হুশিয়ারি প্রদান করা হয়।

অভিযানে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ডক্টর’স কামাল মেডিকেল সেন্টার প্রতিষ্ঠান তদারকিকালে প্রচুর মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। ঔষধের গায়ে কোন লেভেল পাওয়া যায়নি এবং ঔষদের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ ও খুচরা বিক্রয়মূল্য কিছুই পাওয়া যায়নি৷

এছাড়াও এমন অনেক মেডিসিন পাওয়া যায়, যার উৎপাদন ও মেয়াদের তারিখ মুছে ফেলা হয়েছে৷ প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ। সমস্ত বিষয়গুলো ভোক্তা অধিকার আইন এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই এই আইন মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে৷

তিনি আরো জানান, ভোক্তা অধিদপ্তর এর এমন অভিযান নিয়মিত পরিচালনা হচ্ছে এবং অব্যাহত থাকবে৷ ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন হলে তাকে আইনের আওতায় আনা হবে৷

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ জুলাই ২০২১