Home / সারাদেশ / মেঘনায় ভেসে এলো অচেনা নারীর লাশ
fani-affect-in-chandpur-meghna
ফাইল ছবি

মেঘনায় ভেসে এলো অচেনা নারীর লাশ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অচেনা নারীর (৩০) অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি এলাকার নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নদীতে নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

অর্ধগলিত মরদেহের শরীরে নীল কামিজ পড়া ছিল। তবে এ নারী স্থানীয় বাসিন্দা নয়। কেউ তার পরিচয় দিতে পারেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, নদীতে ডুবেই ওই নারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার পরিচয়ও মেলেনি। কোথা থেকে মরদেহটি ভেসে এসেছে তাও বলা যাচ্ছে না।

স্টাফ করেসপন্ডেট,২১ জুলাই ২০২১