Home / শীর্ষ সংবাদ / মেঘনার জোয়ারে হাইমচরের ২০ গ্রাম প্লাবিত
মেঘনার

মেঘনার জোয়ারে হাইমচরের ২০ গ্রাম প্লাবিত

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় মেঘনা নদীর জোয়ারের পানিতে উপকূলীয় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন, গাজীপুর ইউনিয়ন, হাইমচর ইউনিয়ন ও চরভৈরবী ইউনিয়নের অন্তত ২০ টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

১১ আগস্ট বৃহস্পতিবার বিকেলের জোয়ারে  গ্রামগুলো প্লাবিত হয়। হাইমচর উপজেলা  চরাঞ্চলে নদীর তীরবর্তী বিভিন্নস্থানে চার থেকে পাঁচ ফুট পানি বেড়েছে। এতে স্কুল মাদ্রাসা, মসজিদ, ঘর-বাড়ি ও হাট-বাজারে পানি ডুবে লক্ষাধীক মানুষ ভোগান্তিতে পড়েছেন।সেই সাথে মেঘনা নদীর মধ্যে জেগে ওঠা চরে বসবাসকারী জনগন বেশী বিপদের মধ্যে পরেছে। মধ্য চরে বসবাসকারী গবাদিপশু পালনকারী কৃষকগন তারা এখন খোলা আকাশের নীচে পশু পাখি রাস্তার উপর দিনাতিপাত করছে।

যে দৃশ্যটি ধারন করা হয়েছে, সেটি হাইমচর উপজেলার মধ্য চরে নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দৃশ্য। 

প্রতিবেদক: বিএম ইসমাইল, ১১ আগস্ট ২০২২