Home / বিশেষ সংবাদ / আল্লাহু আকবার দু’বার বলতেই মুয়াজ্জিনের মৃত্যু
মুয়াজ্জিনের মৃত্যু

আল্লাহু আকবার দু’বার বলতেই মুয়াজ্জিনের মৃত্যু

আজান দেওয়ারত অবস্থায় আব্দুল কুদ্দুছ (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার খান্দার আগপাড়া জামে মসজিদে মৃত্যু হয় মুয়াজ্জিনের।

বিষয়টি নিশ্চিত করেছেন আগপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি আব্দুল কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

স্থানীয়ারা জানায়, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পর আর কোনো আওয়াজ শুনতে পাওয়া যায়নি। এর স্থানীয়রা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে মুয়াজ্জিন পড়ে আছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি ওই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন- ইতালির রোমে আজান দিয়ে প্রতিবাদ