Home / সারাদেশ / মিনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল

মিনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল

কুমিল্লার দেবীদ্বারের মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে জাফরাবাদ সোনালী ক্লাবের আয়োজনে জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ খেলা।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংদস সদস্য রাজী মোহাম্মদ ফখরুল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন।

এস এম জাকারিয়া ভূইয়া এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবদুল কাশেম ওমানী।

এছাড়াও স্থানীয় গণ্যমান্যরা এসময় উপস্থিত ছিলেন। খেলায় ১-০ গোলে বাকসার ফয়জুননেছা ফাউন্ডেশনকে পরাজিত করে জাফরাবাদ ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা। ০৬ ডিসেম্বর ১৯

ইন্টারনেট কানেকশন নেই