Home / উপজেলা সংবাদ / মাহবুবুল হক পাটওয়ারীর মেয়ে প্রীতির মৃত্যু

মাহবুবুল হক পাটওয়ারীর মেয়ে প্রীতির মৃত্যু

আশিক বিন রহিম :

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক পিপি মরহুম অ্যাড. মাহবুবুল হক পাটওয়ারীর ছোট মেয়ে সাবেরা তছমিন প্রীতি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শনিবার রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন।

প্রীতির শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার চাঁদপুর থেকে তাকে দ্রুত রাজধানির ল্যাব এইড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

এ সময় তার শারীরিক অবনতি হলে শনিবার বিকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

শনিবার রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার বাদ জোহর মরহুমা সাবেরা তছলিম প্রীতির নিজ বাড়ি শহরের কোড়ালিয়া পাটওয়ারী বাড়ির সামনের জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার পিতার পাশে শায়িত করা হয়।

মৃত প্রীতি চাঁদপুর সদর উপজেলার সফরমালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম ইব্রাহীম বিএবিটির নাতনি।