Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
মানববন্ধন

হাজীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলার মধ্যবর্তী স্থান হাজীগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে বড় মসজিদের সামনে হাজীগঞ্জ সচেতন নাগরিক ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে হাজীগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিক, মানবাধিকার সংগঠক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীদের উপস্থিতি নজরে পড়ে।

মানববন্ধনে দাবি উঠে, আমাদের জেলা শহর চাঁদপুর হলেও ব্যবসা বাণিজ্য ও নিরাপদ বসবাসের জন্য জেলার মধ্যবর্তী স্থান হাজীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ উপজেলা। সরকার ও জনপ্রতিনিধিদের সৃ-দৃষ্টি কামনা করে এই উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্হাপনের জোরদাবি জানাই।

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়