চাঁদপুর অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নামাজের ওযু ও গোসলের জন্য টিউবয়েল স্থাপন করা হয়েছে। এই পাশাপাশি যাবতীয় স্যানেটারী ও ইলেকট্রনিক কাজও করে দেয়া হয়েছে।
১৩ মে চাঁদপুর সদর উপজেলার রামদাসদী দারুণছুন্নাহ্ হনুফা বেগম মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের অজু এবং গোসলখানার পানি সরবরাহের সুবিধার্থে এই মানবিক কাজ সম্পন্ন করেন স্মৃতিময় যুব সংঘের সদস্যরা।
এর আগে গত ২৯ এপ্রিল রামদাসদী দারুণছুন্নাহ্ হনুফা বেগম মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালক হাফেজ জাহিদুল ইসলাম (জিয়া হুজুর) সামাজিক ও মানবিক সংগঠন “স্মৃতিময় যুব সংঘ” সদস্যদের জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের অজু এবং গোসলখানার জন্য পানি সরবরাহ করা হয় পাশের বাড়ির টিউবওয়েল ও পুকুর থেকে। দূর থেকে বালতি দিয়ে পানি নিয়ে এসে ড্রামে রেখে ব্যবহার করতে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে স্মৃতিময় যুব সংঘের সদস্যরা একে অপরের সাথে আলাপ-আলোচনা করেন। এরপর প্রাথমিকভাবে সর্বসম্মতিক্রমে সংগঠনের একটি প্রতিনিধি দল ওই মাদ্রাসা ও পরিদর্শনে যান। পরে সাংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে দ্রুত সময়ের মধ্যে ১৩ মে মাদ্রাসায় টিউবওয়েল পানির কল, স্যানেটারী এবং ইলেকট্রনিকস অজুখানার বাথরুমের কাজ সম্পন্ন করা হয়। এতে সগঠনের সদস্যসহ কাতার প্রবাসী একজন মানবিক মানুষ এ কাজে সহযোগিতা করেন।
স্মৃতিময় যুব সংঘ’র নেতৃবৃন্দরা জানান, মানুষ মানবতার কল্যাণ এবং সুন্দর সমাজ বিনিময় তাদের এই সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে। এজন্য তারা সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
স্টাফ রিপোর্টার, ১৩ মে ২০২৫