Home / শিক্ষাঙ্গন / মাউশির জরুরি নির্দেশনা
Education mawshi

মাউশির জরুরি নির্দেশনা

রাজস্ব খাতভুক্ত ১০ ম থেকে ২০ তম গ্রেডের (পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণির) কর্মচারীদের অনলাইনে পিডিএস পূরণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামি ৭ জুলাই হতে ১৬ জুলাই-এর মধ্যে অনলাইনে স্বয়ংসম্পূর্ণ পিডিএস পূরণ করতে হবে।

বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের পিডিএস না থাকায় কর্মচারীদের সৃষ্ট ও শূন্য পদের সঠিক সংখ্যা নিরূপণ, নিয়োগ, বদলি, জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন, পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রদান, প্রশিক্ষণসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দেয়।

এমতাবস্থায়, প্রস্তুতকৃত সফটওয়ারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মরত ১০ম থেকে ২০তম গ্রেডের (পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণির) রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের সংযুক্ত নির্দেশনার আলোকে আগামি ৭ জুলাই হতে ১৬ জুলাই এর মধ্যে অনলাইনে স্বয়ংসম্পূর্ণ পিডিএস পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে জানানো হলো।

বার্তা কক্ষ ,৫ জুলাই ২০২০

ইন্টারনেট কানেকশন নেই