Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের ঈদ পূর্ববর্তী মতবিনিময়
সাংবাদিক

মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের ঈদ পূর্ববর্তী মতবিনিময়

মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের ঈদ পূর্ববর্তী মতবিনিময় সভা বৃহস্পতিবার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারপার্সন গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও মহাসচিব মাহফুজ মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠ পোষক ইতালী প্রবাসী আতিকুর রহমান সুমন মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহকারী চেয়ারপারসন ইকবাল হোসেন, সদস্য শ্যামল চন্দ্র দাস, সহকারী মহাসচিব রেদওয়ান আহমেদ জাকির, সদস্য ফজলে রাব্বি ইয়ামিন, গোলাম হায়দার মোল্লা, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আল আমিন ভুইয়া,মিজানুর রহমান, সাইফুল ইসলাম সবুজ।

আলোচনা শেষে পৃষ্ঠ পোষক ইতালী প্রবাসী আতিকুর রহমান সুমন মল্লিকের পক্ষ থেকে উপস্থিত সকল সদস্যদের ঈদ উপহার প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৫ জুন ২০২৫