Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মতলব বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারসহ রিক্সা স্ট্যান্ড,ম্যাক্সি স্ট্যান্ড,পেন্নাই সড়কের ভাঙ্গারপাড় পানির ট্যাংকির মোড়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছ।

১৫ মে শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

করোনা ভাইরাসের কারনে সারা দেশে চলছে লগডাউন।এছাড়া বিপনী বিতানসহ অধিকাংশ দোকান পাট ( ফার্মেসী, মুদী দোকান,কাঁচা বাজার,মাছ বাজার) বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। কিন্তু ওইসব নির্দেশনা উপেক্ষা করে মতলব বাজারে বিপনী বিতানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং ক্রেতা- বিক্রকেতাদের মধ্যে দুরত্ব বজায় না রেখে বেচা- কেন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া বেশ কয়েকটি সিএনজি,অটোবাইক জব্দ করা হয়েছ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৫ মে ২০২০