Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব বাইশপুরে মাছের পোনা অবমুক্তকরণ
মাছের

মতলব বাইশপুরে মাছের পোনা অবমুক্তকরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মতলব পৌর ১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন করা হয়।

সোমবার (৯ জুন) উত্তর বাইশপুর ধনাগোদা নদীর পাড়ে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধনাগোদা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

এসময় তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আর্থ-সামাজিক মুক্তির লক্ষে ১৯ দফা কর্মসূচি প্রনয়ন করেছিলেন।সে কর্মসূচীর মধ্যে উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করনও ছিল।
তারই ধারাবাহিকতায় মতলব দক্ষিণে সে কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। নদী, বিল, বাওড়, খাল দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের জন্য সম্ভাবনাময় একটি এলাকা হচ্ছে বাইশপুর । দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা নানা উদ্যোগ করেছি। জিয়াউর রহমানেরএসব কার্যক্রম চলমান থাকবে।

মাছের পোনা অবমুক্ত করনের পৃষপোষকতায় ছিলেন কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা ইন্জিনিয়ার মোঃ শরীফ মিয়াজী।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহিরের সভাপতিত্বে ও যিগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোশেব আহমেদ সরকার ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরে আলম মিয়াজী প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৯ জুন ২০২৫