Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে এমপির শুভেচ্ছা বিনিময়

মতলব প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে এমপির শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবের ২০২০ সালের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

১৩ মার্চ বেলা সাড়ে ১১টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুরুতেই এমপি মোঃ নুরুল আমিন রুহুল কে মতলব প্রেসক্লাবের ২০২০ সালের নবগঠিত কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের নেতৃত্বে সকল কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, মতলব প্রেসক্লাবের সুনাম দীর্ঘদিনের। এ সুনাম অক্ষুন্ন রাখতে হলে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। তাই সকল সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ লেখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। সেই সাথে আহবান জানাই আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডগুলো জনগণের সামনে তুলে ধরা। কারো প্রতি ঈর্ষানিত হয়ে এবং অর্থের বিনিময়ে কোনো সংবাদ পরিবেশন করা প্রকৃত সাংবাদিকের কাজ নয়।

সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। আমার আশা ও বিশ্বাস মতলব প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের নেতৃত্বে সাংবাদিকররা ঐক্য বন্ধ হয়ে সমাজ ও দেশের স্বার্থে কাজ করবে। আপনাদের এই ভালো কাজগুলো পরবর্তী প্রজন্মরা অনুসরন করবে।

এ সময় প্রথম আলোর মতলব প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন, ইত্তেফাক প্রতিনিধি মোঃ আকতার হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি নিমাই চন্দ্র ঘোষ, চাঁদপুর দিগন্ত প্রতিনিধি হোসেন আহম্মেদ, চাঁদপুর প্রবাহ প্রতিনিধি গোলাম হায়দার মোল্লা, ইলশেপাড় প্রতিনিধি মাহফুজ মল্লিক, চাঁদপুর কন্ঠ প্রতিনিধি রেদওয়ান আহমেদ জাকির, সুদীপ্ত চাঁদপুর প্রতিনিধি শিব শংকর, আজকের মতলব প্রতিনিধি লোকমান হোসেন হাবীব, চাঁদপুর দিগন্তের প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজী, মতলবের আলো প্রতিনিধি আব্দুল মান্নান খান, আলোকিত চাঁদপুর প্রতিনিধি আরিফুল ইসলাম, সুদীপ্ত চাঁদপুর প্রতিনিধি মুদাচ্ছের হোসেন পাটোয়ারী, বাংলাদেশের আলো প্রতিনিধি আশ্রাফুল জাহান শাওলিন, একাত্তর প্রতিনিধি মাঈনউদ্দিন, চাঁদপুর খবর প্রতিনিধি ইমরান নাজির, অপরাধ চক্র প্রতিনিধি খোরশেদ আলমসহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

করেসপনেডট,১৪ মার্চ ২০২০

ইন্টারনেট কানেকশন নেই