Home / খেলাধুলা / মতলব দক্ষিণ বালক-বালিকা দলের জয়লাভ
বালক

মতলব দক্ষিণ বালক-বালিকা দলের জয়লাভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের প্রথম রাউন্ড অর্থাৎ উদ্ধোধনী খেলায় বিজয় লাভ করেছেন।

২৩ মে সোমবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিযোগিতায় মতলব দক্ষিণ উপজেলা ২-০ গোলে কচুয়া উপজেলাকে হারিয়ে বালক দল বিজয় লাভ করে এবং মতলব দক্ষিণ উপজেলা বালিকা দল ৩-২ গোলে কচুয়া উপজেলা বালিকা দলকে হারিয়ে বিজয়ী হয়।।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী,দুলাল চাঁদপুর পৌরসভার মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, মতলব ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেক, কাউন্সিলর পিন্টু সাহা, শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজনৈতিক,সামাজিক,জনপ্রতিনিধিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ মে ২০২২