Home / ইভেন্ট / মতলব দক্ষিণ উপজেলা পরষিদের নির্বাচনে প্রার্থীদের বৈধ ঘোষণা

মতলব দক্ষিণ উপজেলা পরষিদের নির্বাচনে প্রার্থীদের বৈধ ঘোষণা

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী বিএইচএম কবির আহমেদ ও জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর,শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের সকল প্রকার কাগজপত্র দেখে দু’জন প্রার্থীকেই চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চল-২ ও রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হোসেন।

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ঘোষণার সময় উভয় প্রার্থীর প্রস্তাব ও সমর্থনকারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২৬ সেপেটম্বর ২০২০

ইন্টারনেট কানেকশন নেই