Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় র‌্যালি
সমাজকর্ম

মতলব দক্ষিণে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় র‌্যালি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

৪ আগস্ট সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা মৎস কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এছাড়াও কয়েকজন বীর মুক্তিযোদ্বাসহ সমাজসেবা অধিদফতরের কিছুসংখ্যক উপকারভোগী র‌্যালীতে অংশগ্রহণ করেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ আগস্ট ২০২২