জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়। বুধবার (২২ মে) বিকেল ৩ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মতলব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, মতলবগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী স্কুল, কলেজ, মাদ্রাসা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur