Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
শেখ কামালের

মতলব দক্ষিণে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

৫ আগষ্ট শুক্রবার দুপুর বারোটায়  উপজেলা চত্বর প্রাঙ্গণে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের  পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা  জানানো হয়৷

পরে সংক্ষিপ্ত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশীদ, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে শিক্ষার্থী ও যুবক যুবতীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ৬ আগস্ট ২০২২