Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে ১৫ দিনের ব্যবধানে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড

মতলব দক্ষিণে ১৫ দিনের ব্যবধানে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৫ দিনের ব্যবধানে ৩ টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।সরকারি ভাবে সহায়তা প্রদানের আশ্বাস পেলেও এখনো কিছুই পায়নি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও বসত ঘর হারানো পরিবারের লোকজন।

বিশেষ করে বসত ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিন কাটছে অর্ধাহারে অনাহারে। বসবাস করছে খোলা আকাশের নীচে।

গত ২৭ ফেব্রুয়ারি রাতে মতলব পূর্ব বাজার, ২১ ফেব্রুয়ারী ভোর রাতে মুন্সীরহাট বাজারে এবং ৮ মার্চ বিকালে মতলব পৌরসভার উত্তর দিঘলদী গাজী বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।

অগ্নিকাণ্ডে মতলব বাজারের ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা হয়েছে বলে জানান দোকান ও ঘর মালিকরা।

মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা দেন দোকান মালিকরা।

গত শনিবার বিকেলে মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের জুয়েল গাজীর বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তার নগদ অর্থসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ঘর মালিক।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। শীঘ্রই তাদের পূর্ণবাসনের জন্য নগদ অর্থ ও ঢেউ টিন দেয়া হবে। ঘটনার সংবাদ পেয়ে মতলব বাজার ও মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সান্ত্বনা দেয়া হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৯ মার্চ ২০২৫