Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
প্রধানমন্ত্রীর

মতলব দক্ষিণে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

মতলব দক্ষিণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের উদ্যোগে বুধবার বাদ আছর উপজেলা পরিষদ জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।

এসময় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা প্রভাষক জসিম উদ্দিন সহ দকীয় নেতৃবৃন্দ। পরে তাবারক বিতরণ করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ সেপ্টেম্বর ২০২২