Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে পিরানহা মাছ জব্দ
pinarha

মতলব দক্ষিণে পিরানহা মাছ জব্দ

মতলব দক্ষিণ উপজেলায় পনের কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। শনিবার ১২ অক্টোবর সকাল সাতটায় অভিযান চালিয়ে উপজেলার নাগদা মাছবাজার থেকে এসব মাছ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার, মাঠ কর্মকর্তা মো.শফিউল আলম ও মাঠকর্মী চয়ন ঘোষ ওই অভিযান চালান।

মাঠ কর্মকর্তা মো.শফিউল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাতটায় ওই বাজারে অভিযান চালান তাঁরা। সেখান থেকে ৩২টি নিষিদ্ধ ও ক্ষতিকর পিরানহা মাছ জব্দ করেন। এ সময় মাছগুলোর বিক্রেতা পালিয়ে যান। এসব মাছের ওজন ১৫ কেজির কিছু বেশি। ’

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার বলেন,‘পিরানহা মাছকে রাক্ষুসে মাছ বলা হয়। এ মাছ পানিতে অন্যান্য ছোট মাছ খেয়ে ফেলে এবং মানুষ ও পরিবেশের ক্ষতি করে। এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য বিনষ্ট হয়। এ জন্য এ মাছ ধরা,চাষ করা, খাওয়া, বিক্রি ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।’

মাহফুজ মল্লিক , ১৩ অক্টোবর ,২০১৯