Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে নারী ও শিশু ধ’র্ষ’ণে’র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
নারী

মতলব দক্ষিণে নারী ও শিশু ধ’র্ষ’ণে’র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।বুধবার ( ১২ মার্চ) বেলা এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

“বোন তোমার ভয় নাই ভাই তোমার মরে নাই” এই শ্লোগানে নিয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষীন করে।

গত ১০ মার্চ শিশু আছিয়া আক্তারকে ধর্ষনসহ দেশব্যাপী হত্যা, ছিনতাই, ডাকাতি,নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ও মতলব দক্ষিণ থানার সামনে প্রায় শিক্ষার্থী ও বিভিন্ন পেশার অর্ধসহস্রাধিক মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহবায়ক ও সাপ্তাহিক মতলব কন্ঠের নির্বাহী সম্পাদক মোজাহিদুল ইসলাম কিরণ, সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বিল্লাল প্রমুখ।

বক্তারা বলেন, আজ আমাদের মা বোন,মেয়ে কেউই নিরাপদ নই। সারাদেশে একরকম অস্থিরতা বিরাজ করছে। মানুষ রাতে ভয়ে ঘুমোতে পারে না। রাস্তাঘাটে বের হলেই আমার ভাইবোন সন্তানকে হারানোর ভয়ে থাকি।আমার মেয়ে, বোন, মা এমনকি আমার শিশুটাও আজ নিরাপদ নেই। সুযোগ পেলে তাদের উপর ঝাপিয়ে পড়ছে হিংস্র পশু নামের হায়েনার দল। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবিলম্বে তাদের ফাঁসি দিতে হবে।

বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও জনতার সাথে শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন এ দাবির সাথে একাত্মা প্রকাশ করেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ মার্চ ২০২৫