চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলা কৃষক লীগের সভাপতিসহ ২ জনকে আটক করেছে।
১০ ফেব্রুয়ারি সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিক উল্লাহ পাটোয়ারী জিলন (৬০) ও উপাদী দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল (৪৩) কে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ।
আটক সফিক উল্লাহ পাটোয়ারী জিলন বদরপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন পাটোয়ারীর ছেলে এবং মোস্তফা কামাল ধলাইতলী গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে।
অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, তাদের বিরুদ্ধে এলাকায় অভিযোগ থাকায় আটক করা হয় এবং থানায় মামলা হয়েছে।
তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট যৌথভাবে পরিচালিত হলেও পুলিশি কার্যক্রম আরও গতিশীল হলো। এছাড়া অপরাধ দমনে জনগণের কাঙ্খিত সেবা দিতে পুলিশ বদ্ধপরিকর।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ ফেব্রুয়ারি ২০২৫