Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কৃষকদের

মতলব দক্ষিণে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার চৈতন্য পালের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোতাসীন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার লিটন চন্দ্র ধর, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, কৃষক আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের নিয়ে সরকারের একটি রূপরেখা হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। নারী ও পুরুষরা এখানে প্রশিক্ষণ নিয়ে কাজ করছে। যেমন আগের নিয়মে ধান চাষ করলে কোন কৃষক তেমন স্বাবলম্বী হবে না, বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে অল্প জমিতে অধিক লাভবান হওয়া যায়।

বক্তারা আরও বলেন, একজন কৃষককে ধান চাষ কিভাবে করাতে হয় তা শেখানো দরকার নেই। তবে আধুনিক পদ্ধতিতে ধান চাষ কিভাবে করাতে হয় তা কৃষকদের জানাতে হবে। আধুনিকতার ছোঁয়ায় একজন কৃষক অল্প জমিতেও অধিক চাষাবাদ করতে পারবেন। আমাদেরকে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।

তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১ জুন ২০২৫