চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ণ মুলক কাজ পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মোহসিন উদ্দীন। কাজের বিনিময়ে টাকা (কাবিখা) প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা সংষ্কার কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বৃহস্পতিবার( ১৫ মে) সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর নয়া বাড়ী হইতে বড় বৈদ্যবাড়ী পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ ও শিবপুর আব্বাস প্রধানীয়া বাড়ী হইতে টেমাই খাল পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।
মানসম্পন্ন ও অজপাড়াগাঁ এর জনগোষ্ঠীর ভাগ্য বদলে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এমনটাই প্রত্যাশা জেলা প্রশাসকের। পরিদর্শনকালে তিনি প্রকল্প এলাকার উপকার ভোগী মানুষের সাথে কথা বলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এবং প্রত্যাশা পূর্ণ হওয়ায় খুবই খুশি। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান তারা। এদিকে কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন। এসময় তিনি কৃষি নির্ভর অর্থনীতি প্রসারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, শিবপুর আব্বাস প্রধানীয়া বাড়ী হইতে টেমাই খাল প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় মতলবের সাথে কচুয়া উপজেলার যোগাযোগ সহজতর হল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ জনগুরুত্ব ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক সমৃদ্ধি বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করেছি। ভবিষ্যতে নির্মিত রাস্তায় এইচবিবি রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হবে। ফলে কৃষকদের উৎপাদিত শস্য বাজারজাত করণ সহজ হবে।
উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, এবারের টিআর কাবিখা প্রকল্প বাস্তবায়নে পিআইওসহ সংশ্লিষ্ট সকলে যথেষ্ট আন্তরিকতার সাথে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করছেন।কাজ মানসম্মত না হলে বার বার তাগিদ দেন তিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কাজের গুণগত মান নিয়ে সতর্ক করা হয় সংশ্লিষ্ট ঠিকাদারকে। তাই ঠিকাদারও সঠিকভাবে কাজ করছেন।
মাটির রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়িত হওয়ায় গ্রামীণ জনপদের চেহারা বদলে যাবে। মতলব দক্ষিণ উপজেলার উন্নয়ন কাজ নিয়ে জেলা প্রশাসক মহোদয় কাবিখা কর্মসূচীর আওতায় সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন,
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা বিজয়, মতলব দক্ষিণ উপজেলা সহকারি কমিশনার( ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচাজ মোঃ সালেহ আহমদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃআনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউসুল আজম পাটোয়ারী,নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মৃধা মামুন, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য মাহফুজ মল্লিকসহসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৬ মে ২০২৫