চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা চরমুকুন্দি এলাকা ২০ পিছ ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ীকে’ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আটক করেছে মতলব থানা পুলিশ।
আটককৃত ‘মাদক ব্যবসায়ী’ উপজেলার চরমুকুন্দি এলাকার কামরুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসেম সঙ্গীয় ফোর্স নিয়ে চরমুকুন্দ রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
এমএম/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur