“সবুজে বাঁচুক পৃথিবী” এই স্লোগানকে সামনে রেখে অঙ্গীকার বন্ধু সংগঠন উপজেলা ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এর উদ্বোধন করেন। গত ২৭ জুন শুক্রবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া জামে মসজিদের ঈদগাও এবং স্থানীয় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা জনাব সায়েঈদুল আরেফিন শ্যামল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন মিয়াজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সদস্য মোঃ কামরুল হাসান, প্রচার সম্পাদক মোঃ সৈকত তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় মসজিদের খতিব, মুসল্লী, এবং লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি বলেন, “এই কর্মসূচির উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টি করা।”
প্রধান অতিথি ও সংগঠন এর সন্মানিত উপদেষ্টা জনাব সায়েঈদুল আরেফিন শ্যামলে তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব করে গড়ে তুলবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ২৮ জুন ২০২৫