Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন তুলে দিলেন জেলা প্রশাসক
অগ্নিকাণ্ডে

মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন তুলে দিলেন জেলা প্রশাসক

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মধ্যে ২ বান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয়।চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে টিন তুলে দেন।

এসময় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি বলেন, টিন নিয়ে কেউ বিক্রি করবেননা।আগুনে পুড়ে আপনাদের যে পরিমান ক্ষতি হয়েছে তা অপূরনীয়। তার জন্য সমবেনা জানাচ্ছি। সরকারি ভাবে আপনাদের জন্য প্রতি বান্ডেল টিনের সাথে ৩ হাজার টাকা এবং ২ বান্ডেল টিনের সাথে ৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে। ওই বরাদ্দকৃত অর্থ এখনো আসেনি।তবে আসা মাত্রই আপনাদের নিকট পৌছে দেয়া হবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট নাজমুল হুদা বিজয়,মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার,সাধারণ সম্পাদক ফয়সাল সরকার এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মতলব বাজারের ক্ষতিগ্রস্ত ১১ পরিবার এবং উত্তর দিঘলদী গ্রামের ২ টি পরিবারকে ঢেউটিন বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত কয়েকমাস আগে মতলব পূর্ব বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর এবং নগদ টাকা, মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।অপরদিকে মতলব পৌরসভার উত্তর দিঘলদী বৌ বাজার সংলগ্ন গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২ টি বসতঘর পুড়ে যায়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ মে ২০২৫