Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Tuesday, ‎28 ‎July, ‎2015  02:33:32 AM

কামাল হোসেন খান,মতলব (চাঁদপুর):

মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে থানার সার্ভিস ডেলিভারি সেন্টার (গোলঘরে) সোমবার দুপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ কামাল হোসেন খানের পরিচালনায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি, স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল,।
এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিশিষ্ট আ’লীগ নেতা ও সমাজ সেবক বোরহান উদ্দিন মিয়া, ছেংগারচর পৌরসভার প্যানে মেয়র ও যায়যায়দিন মতলব ফ্রেন্ডস ফেরামের আহবায়ক আলহাজ্ব মেঃ রুহুল আমিন মোল্লা,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ আঃ হক, সেবক মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার মোঃ মিজানুর রহমান সরকার, এসআই নূর মিয়া, এএসআই মোঃ আনোয়ার হোসেন।
ষাটনল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাহাবুব মোল্লা, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ গভার্ণিবডির সদস্য মোঃ শরীফ উল্যাহ দর্জি, ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি ও পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ইবানল মঈন আহম্মেদ রিপন, উপজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রধান, উপজেলা পরিবহন কমিউনিটি পুলিশিং সভাপতি খোরশেদ আলম প্রধান, উপজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ নান্নু মিয়া,জহিরবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আঃ শুকুর মৃধা ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আনিসুজ্জামান আনিস, ছেংগারচর পৌর যুবলীগের যুগ্ন-সম্পাদক মোঃ শাহজাহান,যুবলীগ নেতা নাজমুল খান প্রমূখ।

চাঁদপুর টাইমস ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস ডট কম প্রকাশিত/প্রচারিত সংবাদআলোকচিত্রভিডিওচিত্রঅডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি