Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ১০ কেজি গাঁজাসহ আটক ২
গাঁজাসহ

মতলব উত্তরে ১০ কেজি গাঁজাসহ আটক ২

চাঁদপুরে মতলব উত্তর থানা পুলিশের অবিযানে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের আমির হোসেনের ছেলে আলাউদ্দিন (৩৮) ও  ছেংগারচর পৌরসভার বারোআনী গ্রামের মৃত নফসি মুন্সির ছেলে দাদন মুন্সি  (৩৬)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুরা মৃধা বাড়ি সংলগ্ন ঘুদারাঘাট থেকে ৩ কেজি গাঁজাসহ আটক করেন এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। 

অপর দিকে ১২ আগস্ট শুক্রবার বেলা ৩টার সময় এসআই হারুন অর রশীদ, এসআই আবু হানিফ ও এসআই আব্দুল আউয়াল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজারের বেরী বাধের উত্তর পাশে কড়ই গাছতলা থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী দাদন মুন্সিকে আটক করেছে। 

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন,থানা পুলিশ দুটি অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাদের আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যেখানে মাদক বেচাকেনা ও সেবন করবে সেখানেই পুলিশ তাদের ধরবে। মাদকের সাথে কোন আপোস নেই।

নিজস্ব প্রতিবেদক, ১৩ আগস্ট ২০২২