Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: আটক ২
পুলিশের

মতলব উত্তরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: আটক ২

চাঁদপুরের মতলব উত্তর থানার এসআই সাইফুল এর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে সরকার কান্দি গ্রামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২সেপ্টেম্বর) সন্ধ্যায় সরদার কান্দি গ্রামে মাদক বিরোধী অভিযান চালানোর সময় ওই এলাকার মাদক ব্যবসায়ী নাছির ও বশিরের নেতৃত্বে স্থানীয় কয়েকজনের সহায়তায় পুলিশের উপর হামলা চালায়।

পুলিশ জানায়, এসআই সাইফুলের উপর হামলার ঘটনায় নাছির ও বশির সহ আরো অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় সরদার কান্দি গ্রামের বদু মিজির ছেলে মোঃ জাকির (৩৫) ও আঃ জলিলের ছেলে ইউনুছ (৩০) কে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হানিফ জানান, আটকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

নিজস্ব প্রতিবেদক, ৩ সেপ্টেম্বর ২০২২