বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদ সুজন খানের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে।
শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাশপুর ইউনিয়নে হাসিমপুর গ্রামের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পোশাকশ্রমিক সুজন খানের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে আর্থিক অনুধান তুলে দেন চাঁদপুর- ২ আসন থেকে জামায়াত ইসলামির মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল মুবিন।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর দেওয়ান আবুল বাসার, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুর রশিদ সহ আরো অনেকে।
নিজস্ব প্রতিবেদক, ১৬ মে ২০২৫