চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শুক্রবার সকালে ছেংগারচর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ওয়ার্ড ও কেন্দ্র কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর -০২ নির্বাচনী এলাকা থেকে মনোনীত এমপি প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর বিল্লাল হোসেন মিয়াজী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর দেওয়ান আবুল বাসারের সভাপতিত্বে কর্মশালায় পবিত্র কোরআন থেকে মূল্যবান নসিহত পেশ করেন ছেংগারচর পৌর জামায়াতের সভাপতি মাওলানা এসএম রবিউল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলার জামায়াতের আমীর আবদুর রশিদ পাটোয়ারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যবৃন্দ সহ জামায়াতের বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, ১৬ মে ২০২৫