Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইয়াবাসহ

মতলব উত্তরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তরে ৪৬৫ পিছ ইয়াবা সহ এক ব্যাক্তিকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মতলব সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে ইয়াবা বহন করা অবস্থায় এসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবা সহ এক ব্যাক্তিকে আটক করে ।

আটক মাইন উদ্দিন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার চাঁনপুর এলাকার মৃত মহিম আলির ছেলে। পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মতলব সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাকে ৪৬৫ পিছ ইয়াবা সহ আটক করতে সক্ষম হই।

নিজস্ব প্রতিবেদক, ২৪ জুন ২০২৫