চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সীমানা অতিক্রম করে মাদক বিক্রি করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) রাতে ঢাকিরগাঁও গ্রামের কাজলী সিনেমা হল এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
সংবাদ পেয়ে রাতেই মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এতে মাসুম হাওলাদার (২৭) নামক এক যুবক গুরুতর আহত হয়েছে। সে উপজেলার ঢাকিরগাঁও গ্রামের মতিন হাওলাদারের ছেলে। এ ঘটনায় মতিন হাওলাদার বাদী হয়ে মঙ্গলবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দশজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে,ঢাকিরগাঁও গ্রামের কাজলী সিনেমা হলের আশপাশের এলাকার ইমরান,অনন্য,রবিউল,মন্নান,সৌরভ,আনিস,মাসুমসহ কতিপয় যুবক দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে আসছিল।তাদের মধ্যে ইমরান,রবিউলসহ আরো কয়েকজন একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়ে কারাগারে ছিল। জেল থেকে বেরিয়ে এসে আবারও ইয়াবা ব্যবসা শুরু করে দেয়।
নাম প্রকাশ না করা শর্তে ৪/৫ জন ব্যক্তি জানান,কাজলী সিনেমা হলের আশপাশের এলাকাটি তারা মাদক বেচাকেনার জন্য ৪ টি ভাগে বিভক্ত করে নেয়।কেউ কারো এলাকায় মাদক বেচাকেনা করতে পারবেনা।সোমবার রাতে সীমানা অতিক্রম করে মাদক বিক্রি করাকে কেন্দ্র করে মাসুম ও সৌরভ গংদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়।একপর্যায়ে মাসুম হাওলাদারকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন উদ্ধার করে মাসুমকে চাঁদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, এ ঘটনায় আহত মাসুমের বাবা মতিন হাওলাদার বাদী হয়ে মামলা করেছে। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। তবে মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান ওসি সালেহ আহমেদ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ জুলাই ২০২৫