Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই
fire
ফাইল ছবি

মতলবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চান্দ্রাকান্দি গ্রামের প্রধানিয়া বাড়ির রুমা বেগমের বসতঘরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে।

মঙ্গলবার(৪ জুন) বেলা ২ টায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় সম্পূর্ণ ঘর ও ঘরের মূল্যবান আসবাবপত্র মুহূর্তেই পুড়ে গেছে।

রুমা বেগম বসতঘরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়। রুমা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ওই ঘরটি রক্ষা করা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাশীস ঘোষ ঘটনাস্থল পরদর্শন করেন।

স্টাফ করেসপন্ডেট
৫ জুন ২০১৯