চাঁদপুরের মতলব উত্তর থানার মোহনপুর লঞ্চ ঘাট এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী ‘রফ রফ ০৭’ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে এক ভাসমান হকারের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির ভাসমান হকারের নাম আলী হোসেন মৃধা (৫০), তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর মৃধা বাড়ি গ্রামের বাসিন্দা।
একই সাথে এ ঘটনায় রাসেল (১৪) নামে আরো ছাত্র আহত হয়।
প্রত্যক্ষদর্শী মোহনপর তেলের দোকানী আলী আকবর (৪০) সূত্রে জানা গেছে, বুধবার (১১ জুন) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে আলী হোসেনসহ ৭-৮ জন যাত্রী একটি ছোট ট্রলারে করে মোহনপুর ঘাট থেকে ঢাকাগামী ‘রব রব ০৭’ লঞ্চে উঠার চেষ্টা করছিলেন। এ সময় লঞ্চের ধাক্কায় ছোট ট্রলারটি ডুবে যায়। পরে ‘রফ রফ ০৭’ লঞ্চ থেকে বয়া ফেলে এবং মোহনপুর ঘাটে থাকা অন্যান্য ট্রলার গিয়ে ট্রলারের যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।
উদ্ধার করার পর ভাসমান হকার আলী হোসেনকে অসুস্থ অবস্থায় স্থানীয়রা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
মতলব উত্তর থানার একটি সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
নিজস্ব প্রতিবেদক,১২ জুন ২০২৫