Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে প্রবীন আ.লীগ নেতার মৃত্যুবাষিকী পালিত

মতলবে প্রবীন আ.লীগ নেতার মৃত্যুবাষিকী পালিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অবিভক্ত মতলব থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ সপ্টেম্বের সোমবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ.এম কবির আহমেদের সভাপতিত্বে ও উপজলা আওয়ামী লীগের সাবকে সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়। এ সময় মরহুম অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহ এর ছোট ছেলে রেজলাউল করিম পল্লব আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনরে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৪ সেপেটম্বর ২০২০

ইন্টারনেট কানেকশন নেই