মতলব দক্ষিণ উপজেলা সদরের পৌরসভা সংলগ্ন শিশু শিক্ষা প্রতিষ্ঠান ডিউ ড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্কুল ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠানে ডিউ ড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল আরেফিন শ্যামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ আলাউদ্দিন মিয়া,মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ বাদল,মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের মতলব প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, ইকরা হিফজুল কোরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক।
এছাড়া অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ মানপত্র পাঠ করেন এবং বক্তব্য রাখেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২৬ নভেম্বর ২০২৪
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur