চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৬ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক যুবককে আজ (৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮ টায় আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে গ্রামবাসী ।তার নাম মোঃ নাইমুল হক নিশাত(২১)। গাড়ীর ড্রাইভার, সে কুমিল্লা জেলার,চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের গাজী মোঃ জামাল উদ্দিন সজলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে আসা প্রাইভেটকারটি ( ঢাকা মেট্রো চ- ১৫-৫৯৬২) উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোর থেকে দীর্ঘ সময় দাঁড়ানো অবস্থায় দেখে পথচারীরা ড্রাইভারকে জিজ্ঞেস করেন কোথায় যাবেন? সদুত্তর দিতে না পারায় সন্দেহের সৃষ্টি হয়
স্থানীয় যুবক স্বপন, মঞ্জু, মালেক, রুবেল,বশির,বোরহান, নাসিরসহ একাধিক ব্যক্তি বলেন,দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বের খালের উপর ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকায় ওই প্রাইভেটকারটি যেতে পারেনি। ওই ব্রিজের পাশে প্রাইভেটকারটি দীর্ঘ সময় দাঁড়ানো থাকার কারণে তাকে জিজ্ঞেস করা হয় আপনি কোথায় যাবেন? সে সদুত্তর না দিয়ে গাড়ি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। পরে ওই প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয় এবং চার বস্তা গাঁজা পাওয়া যায়। পরে তাকে উপস্থিত শত শত জনতার সামনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,এ মালগুলো এ এলাকার নবীর মিজী ওরপে শিহাব নামের একজনকে দেয়ার জন্য আনা হয়। নবীর মিয়াজী হচ্ছে বহরী গ্রামের তাফু মিজির ছেলে এবং এলাকার মাদক ব্যবসায়ী জহিরের ভাতিজা ।
সাথে সাথে ওই ইউনিয়নের নজরুল নামের এক যুবদল নেতা বিষয়টি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ ( ওসি)কে অবহিত করেন।পরে থানার এস আই জীবন চৌধুরী ও জমশেদ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে এলাকাবাসীর কাছ থেকে প্রাইভেটকার ও গাজাসহ ড্রাইভার নাইমুল হক নিশাতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপার এসআই জীবন চৌধুরী বলেন, প্রাইভেট, ১৬ কেজি গাঁজাসহ নাইমুল হক নিশাতকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ ফেব্রুয়ারি ২০২৫