চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামের মো. শাহজালাল মিয়ার ছেলে মো. রাজু (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে রাজু তার দাদার সাথে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওই বিষয় নিয়ে তার মা তার সাথে রাগারাগি করে। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। অভিমান করে সে ঘরের সামনে অবস্থিত জাম্বুরা গাছে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে।
মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার এসআই মো. কামাল হোসেন (পিপিএম) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। পারিবারিক বিষয়ে রাগারাগি করে সে আত্মাহত্যা করেছে বলে জানা গেছে।
খান মোহাম্মদ কামাল ।। আপডটে, বাংলাদশে সময় ০৩ : ০০ এএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur