চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচাল
জানা যায়, চাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাবীর হোসনাইন সানীবের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান চালায়।
অভিযানে পশ্চিম পুটিয়ারপাড় এলাকার সাবেক ইউপি সদস্য ফয়েজ মেম্বারের বসতঘর থেকে মোঃ সাকিল হোসেন (২৫) ও ফয়েজ মেম্বারের তার স্ত্রী রিমা আক্তার (৩৪)–কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিল হোসেন মান্দারতলী প্রধান বাড়ির খঘু মোল্লার ছেলে এবং রিমা আক্তার একই এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ফয়েজের স্ত্রী বলে জানা গেছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ২ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা।
অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলসহ এসআই দেলোয়ার হোসেন, এসআই একেএম ইউনুছ, এএসআই রবিউল হোসেন, এএসআই মোঃ মনির হোসাইন, কনস্টেবল সফিকুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিনা আক্তারসহ থানা পুলিশের একাধিক সদস্য।
মতলব উত্তর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের অভিযোগ থাকলেও পুলিশের এ অভিযানে তাৎক্ষণিক স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক/
৩০ ডিসেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur