Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে আ.লীগ ও যুবলীগের নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া

মতলবে আ.লীগ ও যুবলীগের নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় নেতৃবৃন্দের আশু রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মতলবের এক সচিব ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদসহ দলীয় নেতা- কর্মীদের সুস্থতা কামনা করে শুক্রবার জুম্মার নামাজ শেষে মতলব বাজার শাহী জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

এছাড়া উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, তাফাজ্জল হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, পৌরসভার প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ মিয়াজী, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, হানিফ চৌধুরী,মাহফুজ সরকার,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পারভেজ দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনজুর হোসেন রিপন মীর, চান মিয়া তালুকদার, গোলাম রাব্বানী,কামরুজ্জামান মোল্লা, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২২ জানুয়ারি ২০২১