Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে আগুনে পুড়ে ছাঁই হতদরিদ্র মুন্সির দোকান

মতলবে আগুনে পুড়ে ছাঁই হতদরিদ্র মুন্সির দোকান

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার হতদরিদ্র হোসেন মুন্সির বেঁচে থাকার স্বপ্ন আগুনে পুড়ে গেছে।

বুধবার(১৪ অক্টোবর)  রাত আড়াইটায় উপজেলার নবকলস গ্রামে আদর্শ স্কুল সংলগ্নে থাকা তার মুদী দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তার বাড়ি নবকলস গ্রামে।     

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,  হোসেন মুন্সী বুধবার রাত ১০ টায় পূর্বের ন্যায় দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে বাড়ি চলে যায়।রাত আনুমানিক আড়াইটায় পার্শ্ববর্তী বাড়ির জনৈক মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায় হোসেন মুন্সীর দোকানে আগুন জ্বলছে। সাথে  সাথে ডাক চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে।

ফায়ার সার্ভিস খবর পেয়ে রাত ৩টায় ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন।তবে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যায়নি।

দোকান মালিক হোসেন মুন্সী বলেন,আগুনে তার দোকানের একটি ফ্রিজসহ সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রায় দু’ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি।সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল এ দোকানটি।

বিভিন্ন এনজিও থেকে লোন করে ব্যবসা পরিচালনা করতেন।দোকানটি পুড়ে যাওয়ায় তিনি এখন পথে বসার উপক্রম হয়ে পড়েছে। 

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৬ অক্টোবর ২০২০

ইন্টারনেট কানেকশন নেই