একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলায় “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী বিভাগ, কওমী মাদ্রাসার নূরানী বিভাগ ও কিন্ডারগার্টেন স্কুলের শিশু ও ১ম শ্রেণির প্রায় সহস্রাধিক (১০০০) শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ তম বর্ণ প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে। মতলব দক্ষিণ উপজেলার দুই কেন্দ্র যথাক্রমে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ ফেব্রুয়ারি এবং মতলব উত্তর উপজেলার ০২ কেন্দ্র যথাক্রমে নাউরী ডিগ্রি কলেজ ও মুন্সী আজিম উদ্দিন ডিগ্রি কলেজে ০৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়।
এতে মতলব দক্ষিণ উপজেলা বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ -কমিটির আহবায়ক মাহিনুর ইসলাম বৃষ্টি, সদস্য সচিব মোঃ কামরুল হাসান ও মতলব উত্তর উপজেলা উদযাপন কমিটির আহবায়ক মোঃ রাসেল মিয়া, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন খানের নেতৃত্বে উপ কমিটির সদস্যগণ রেজিষ্ট্রেশন ফরম বিতরণ ও পরীক্ষা সম্পন্ন করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক এ এস পলাশ ও সহ সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ সার্বিক সমন্বয় করেন।মতলব উত্তর কেন্দ্র সমূহের সমন্বয় করেন মোঃ সোহেল রানা সরকার, জয়ন্তী ভৌমিক।
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন সংগঠনের উপদেষ্টা রাশেদুজ্জামান টিপু, ফারুক আহমেদ বাদল, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ।
এসময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক – জুয়েল রানা সরকার, নাজমুল রাসেল, মোঃ সুফী আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন, ইঞ্জি মোঃ সুজন মিয়া, সাবেক সহ-সভাপতি মোঃ আল আমিন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র শীল, প্রচার সম্পাদক সীমান্ত পাল, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সৈকত তালুকদার, সদস্য সিনথিয়া আক্তার, মাজেদা আক্তার, মো: নোমান বকাউল, নাঈম সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত পর্যবেক্ষকগণ, অভিভাবকমহল।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৮ ফেব্রুয়ারি ২০২৫