চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলঅর মতলবগঞ্জ জে.বি উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ও এস.এস.সি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ জাবেদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, সাবেক চেয়ারম্যান ও অভিভাবক কামাল আহম্মেদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হোসেন বাবুল, আল মহসীন প্রধান, সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন, পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মিয়াদ, মেহেদী হাসান অন্তর, দশম শ্রেণির ছাত্র মোঃ রায়হান, রমজান, ইসতিয়াক আহম্মেদ।
মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী মাহিবব আহম্মেদ চৌধুরী, দশম শ্রেণির ছাত্র নাহিদুল ইসলাম।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মতলব উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মাহমুদুল হাসান।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur