Home / চাঁদপুর / চাঁদপুরে ভিটামিন এ প্লাস খাবে সোয়া ১ লাখ শিশু
ভিটামিন

চাঁদপুরে ভিটামিন এ প্লাস খাবে সোয়া ১ লাখ শিশু

আগামি ১১ জানুয়ারি শনিবার থেকে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনে জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে সোয়া ১ লাখ শিশু। চাঁদপুরের সিভিল সার্জন ডা.মো.সাখাওয়াত উল্লাহ অনুষ্ঠানে চাঁদপুর জেলার এ তথ্য প্রদান করেন।

এ বিষয়ে চাঁদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে ৯ জানুযারি বৃহস্পতিবার দুপর ১ টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় তিনি জানান, এবছর চাঁদপুরে ৬-১১ মাস বয়সী ৩৭ হাজার ৭৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৯১ হাজার ২শ’ ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাঁদপুরে ২ হাজার ৩ শ ৩৯টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার মোট ২হাজার ৩শ’ ৩৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ৯ জানুয়ারি, ২০২০