Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / জাতীয় শোক দিবসে ফরাজিকান্দি উয়েসীয়া মাদ্রাসার ভার্চুয়াল সভা
ভার্চুয়াল সভা

জাতীয় শোক দিবসে ফরাজিকান্দি উয়েসীয়া মাদ্রাসার ভার্চুয়াল সভা

জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে এক ভার্চুয়াল শোক সভায় মতলব উত্তরের ঐতিহ্যবাহী ফরাজিকান্দি উয়েসীয়া কামিল এমএ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ভার্চূযাল সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো.ওয়ালিদ হোসেন ও গীতা পাঠ করেন আসিস কুমার।

সম্পৃক্ত ছিলেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আতাউল করিম মুজাহিদ,মো.ওয়ালিদ হোসেন সহকারী অধ্যাপক (বাংলা),মায়ারাণী সিনিয়র প্রভাষক ( রাষ্ট্রবিজ্ঞান), মো.আমিনুল ইসলাম সিনিয়র প্রভাষক (ইংরেজি),মো.হুমায়ুন কবির প্রভাষক (পদার্থ),তানিয়া আক্তার প্রভাষক
(রসায়ন)।

সঞ্চালনায় ছিলেন আশিস কুমার (সিনিয়র শিক্ষক)। সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সভায় আলোচকগণ জাতির জনক বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে আলোচনা করেন্। সভার শেষে অধ্যক্ষ তার বক্তব্য প্রদান করেন এবং তাঁর আত্নার শান্তি কামনায় মাগফিরাত কামনা ও দোয়া পরিচালনা করা হয়।

সিনিয়র করেসপন্ডেন্ট , ১৫ আগস্ট ২০২১