Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজে দুই গ্রামের মানুষের দুর্ভোগ
ব্রিজে

কচুয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজে দুই গ্রামের মানুষের দুর্ভোগ

চাঁদপুরের কচুয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পথচারী চলাচল করতে পারলেও, বন্ধ রয়েছে যান চলাচল। চরম ভূগান্তি পোহাতে হচ্ছে দুই গ্রামের হাজার হাজার মানুষের। এতে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রামের খিড়াই নদীর সংযোগ খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।

সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রীজটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছেনা। ব্রিজের ছাদের বেশির ভাগ অংশই ধষে ভেঙ্গে পড়েছে, আংশিক রডের উপরে বিভিন্ন কাঠের টুকরা দিয়ে ঝুঁকি নিয়েকোন রকম পথচারী চলাচল করছে, এতে করে যে কোন মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। যেকোন সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে দূর্ঘটনার আশংকা রয়েছে। দিনে পথচারীরা চলাচল করতে পারলেও রাতে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে।

এদিকে দীর্ঘদিন ব্রিজটি সংস্কার না হওয়ায় স্থানীয় ও এলাকাবাসী, ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন এবং ভারী যানবাহন, সিএনজি যানবাহনের চালক ও যাত্রীরা অনেক দূর ঘুরে আসতে হয়।

শুয়ারুল বাজার থেকে আটোমোড় সড়কের ব্রিজের মাঝে ঢালাই ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এক পাশের রেলিংও ভেঙ্গে পরেছে। এতে করে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে জনচলাচল ব্যাহত হচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে ব্রিজটি এমন অবস্থায় পড়ে থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ নভেম্বর ২০২৩