Home / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে : আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে : আহত ৪০
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে : আহত ৪০

ব্রাহ্মণাবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। তারা হলেন, মো. অলিউল্লাহ (৩০), জহিরুল ইসলাম (৩৩), ইউসুফ আলী (৭৬), ইকবাল হোসেন (২৭), গিয়াস উদ্দিন (৫০), মোজাম্মেল হক (৪২), হুমায়ূন কবির (৩৩), আনিছ উদ্দিন (৪০), মো. নিজাম (৩৫), মো. বিল্লাল হোসেন (৫৫), হাবিবুল হক (৬০) ও মো. সাব্বির (২০)।

তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও আহতরা জানান, সকাল আটটার দিকে ঢাকার কমলাপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রয়েল কোচ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা বাসস্ট্যান্ড আসার পথে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ ঘটনায় বাসের ভেতরে থাকা অন্তত ৪০ জন যাত্রী আহত হন। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।

Rakib Brammonbaria on

রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট  :

||আপডেট: ০৫:১৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৫, শুক্রবার

এমআরআর